গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে ভাওয়াল মির্জাপুর শ্রী শ্রী কালী দুর্গা মন্দিরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিতেন্দ্র মালাকার এবং সঞ্চালনায় ছিলেন অটল চন্দ্র শিকদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক। গাজীপুর জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক।
বিশেষঅতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব ফজলুল হক মুসুল্লি, নাজিম বেপারী, হাবিবুর রহমান বেপারী, হাজী জামাল উদ্দিন, জয়নুল আবেদীন রিজভী, কাজী শহীদ, জসিম উদ্দিন, রমজান আলী মেম্বার, ডি. এম. আজহার, আব্দুস সামাদ ও আবুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।