বগুড়া গাবতলীর নারুড়ুমালা হাইস্কুল মাঠে বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন ও তার পরিবারের আর্থিক সহযোগিতায় গরীব অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার গুলো বিতরণ করেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে তিনি (শফিক) প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা তরুণ প্রজন্মদলের সভাপতি জাহাঙ্গীর হায়দার বুলবুল, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের সাবেক প্রধান মাসুদুর রহমান বাপ্পী, সমাজসেবক জিয়াউর রহমান জেবু, বিএনপি নেতা সোহাগ সরকার, আব্দুর রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৫ জন অসহায় মানুষকে হুইল চেয়ার দেয়া হয়।
সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন জানান, সমাজসেবা কাজ আমাদের পরিবার একটি অংশ হিসেবে নিয়েছে। কারন গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা মানুষের জন্য কাজ করছি। আগামীতে আরো কাজ করার চেষ্ঠা করে যাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক বলেন, অসহায় মানুষের জন্য ছোটনের মত আমাদেরও এগিয়ে আসতে হবে। তিনি (ছোটন) ও তার পরিবার কোন বিনিময় ছাড়া গরীব অসহায় মানুষের জন্য অনেক আগে থেকে কাজ করে আসছেন।