গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রজনীগন্ধাসাংস্কৃতিক সংসদ এর তত্ত্বাবধানে শিক্ষা সফর করা হয়েছে। আজ ০৯ নভেম্বর২০২৪ শনিবার সকাল ০৭ ঘটিকায় কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় হতে বাসেযোগেশতাধিক জামায়াত ইসলামের সহযোগী সদস্য, কর্মী, রুকন শিক্ষা সফরে রওয়ানা হনএবং পিরোজপুর জেলারইন্দুরকানি উপজেলায় ১১.৩০ ঘটিকায় পৌছান। সেখান থেকেউপজেলার সাঈদখালী গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীরবিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এরবসতভিটা পরিদর্শন করেন। তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ফাউন্ডেশন সহদেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। শিক্ষা সফরেকোটালীপাড়া উপজেলা আমীর মোঃসোলায়মান গাজী এবং সেক্রেটারী মাওলানা ফরিদউদ্দিন মাসউদ দ্বয় সহ দায়িত্বশীল গন দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনে ঘটেযাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং দ্বিনী কাজের আলোকে শিক্ষামূলক দিক তুলে ধরেন।তারা বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ছিলেন বিশ্বখ্যাত একজন ইসলামিকস্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। জালিমদের শতঅত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ ১৩ টি বছর তিনি বহুকষ্টে কারাগারেকাটিয়েছেন। তবুও জালিমদের কোনো ফাঁদে পা দেননি। জালিমের বশ্যতা স্বীকারকরেননি। তিনি একাধারে আলেম, ইসলাম প্রচারক, লেখক, রাজনীতিবিদ, সমাজকর্মী ওসংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি অন্যতম। তাঁরজনপ্রিয়তা, রাজনৈতিক দল, রাষ্ট্র সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। দায়িত্বশীল গনসফরের পুরো সময়টা ইসলামী শিক্ষামূলক আলোচনা করেন ও জামায়াত ইসলামীর চারদফা কর্মসূচীর উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা সফরে আরো অংশ নেন গোপালগঞ্জপৌরসভার আমীর মাওলানা এনামুল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী, কোটালীপাড়া
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। শিক্ষা সফরে অংশ নেয়া সকলে দেলাওয়ার হোসাইনসাঈদির প্রতিষ্ঠিত তাফ্হীমুল কুরআন আলীয়া মাদ্রাসা ও পিরোজপুর ইসলামিয়াটেকনিক্যাল এন্ড বি.এম কলেজ, লাইব্রেরী ঘুরে দেখেন এবং