জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্দেশিকা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পাঁচবিবির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম তালুকদার, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), জয়পুরহাট। কর্মশালার সভাপতিত্ব করেন সেলিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঁচবিবি।
কর্মশালায় গ্রামীণ সড়কের উন্নয়ন, কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক অগ্রাধিকার নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, টেকসই গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনার জন্য কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু এলাকার যোগাযোগব্যবস্থাই উন্নত হবে না, বরং কৃষি, বাণিজ্যসহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণসংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।