কালিয়াকৈরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৫-এর বিদায় উপলক্ষে এক হৃদয়ছোঁয়া মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। গ্রাম বাংলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলামিন হোসেন দোয়া পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত সবাই পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাজমুল হক বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের সকলের দোয়া ও আশীর্বাদ যেন তাদের সাফল্যের সোপান গড়ে তোলে।”
এসময় সহকারি প্রধান শিক্ষক জনাব মো: রাজন খান বলেন, “এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের বিদায় দিচ্ছি বটে, তবে প্রত্যাশা করছি তারা আরও উচ্চশিক্ষা অর্জন করে জাতির সেবায় নিয়োজিত হবে।” শিক্ষক-শিক্ষিকারা তাদের ভালোবাসা ও মঙ্গল কামনায় আবেগঘন বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসএসসি পরীক্ষার্থীরা বিদায় মুহূর্তে বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা সকলের দোয়া কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা ও আদর্শই তাদের পথ চলার পাথেয়।
এই অনুষ্ঠানটি ছিল শিক্ষক-শিক্ষার্থীর মাঝে বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ।