টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে খাল খননের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ। চ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় এর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত। খালটি খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা এলাকার কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ আবু সাঈদ বলেন, “বাংলাদেশ ভৌগলিকভাবে একটি বদ্বীপ দেশ। সময়ের সঙ্গে সঙ্গে খাল ও নদীগুলো দখল, ভরাট এবং অপ্রবাহমান হয়ে পড়েছে। ঘাটাইল উপজেলায় আমরা ১০টি খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছি, যাতে করে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে।” তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু কৃষিই নয়, বরং পরিবেশগত ভারসাম্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও তা কার্যকর হবে। স্থানীয় বাসিন্দারা জানান, খালটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পানি না থাকায় আশপাশের জমিগুলোতে নিয়মিত ফসল ফলানো সম্ভব হচ্ছিল না। স্থানীয় এক কৃষক বলেন, “এই খাল খনন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে। এখন আবার আমরা ধান, শাক-সবজি এবং অন্যান্য ফসল চাষে আগ্রহী হবো।” স্থানীয় জনগণ খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।