বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এর উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার ৩০ শে জুলাই সকাল ১১টায় শুরু করে দিনব্যাপী দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ, পাকুটিয়া মডেল উচ্চ বিদ্যালয়, এম কে ডি আর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন সহ উপজেলা বিএনপির পৌর বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।