দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননী ছবেদা খাতুনকে (২০) ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম(২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৪ এপ্রিল রাতে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের এর পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগারি গ্রামের বাদশা মিয়ার ছেলে। ভিকটিম ছবেদা খাতুন উপজেলার শিংড়া ইউনিয়নের কশিগড়ি গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে। এজহার সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই নারী ছয় মাস পূর্বে তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাসায় ফিরে আসেন। ১০-১২ দিন আগে রমজানের মধ্যে কেনাকাটা করতে উপজেলার রানীগঞ্জ বাজারে আসেন ওই নারী। সেখানে পরিচয় হয় রাশেদুল এর সাথে এরপর তখন থেকে তাদের মুঠোফোনে কথাবার্তা চলে। ঈদের একদিন আগে আবারো দেখা হলে অভিযুক্ত রাশেদ ওই নারীকে কিছু কসমেটিকস কিনে দেয়। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে রাণীগঞ্জ বাজারের মন্দিরের সামনে আসতে বললে তার ডাকে সাড়া দেয় ওই নারী।পরে বিয়ে করার কথা বলে পাশের থানার একটি পার্কে ঘুরতে নিয়ে যায়। এই ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার সময় রাত হলে রাশিদুল তার খালাতো বোনের বাসায় ওঠে। এবং সেখানে তাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে রাতভর ধর্ষণ করে। সকালে ওই নারী বাড়ি ফিরে তার মাকে ধর্ষনের কথা খুলে বললে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল পাঠানো হয়েছে।