1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে (চাঞ্চল্যকর) কার্টুনবন্দী নারী মরদেহের পরিচয় মিলেছে গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মাংস বিক্রেতা ডাবলু গ্রেফতার ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১ ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাহুবলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে – সাবেক এমপি লালু ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় ৪ ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত ঈদে ফিরতি যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও গতিসীমা প্রতিরোধ নওগাঁর মান্দায় ২শ বছরের কালি মন্দির পুনরায় উদ্বোধন

ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মো:তারিকুল ইসলাম মনোয়ার
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে রাসেদুল ইসলাম রাসেদ (২০)নামে এক যুবককে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা  পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার বিন্নাগাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে। বাদীর বাড়িও একই এলাকায়।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী ছয় মাস পূর্বে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাসায় ফিরে আসেন।
ঘটনার ১০-১২ দিন পর্বে রমজানের মধ্যে ঈদের কেনাকাটা করতে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন ওই নারী। সেখানে পরিচয় হয় রাসেদুলের সাথে। এরপর তখন থেকে তাদের মুঠোফোনে কথা বার্তা চলে। ঈদের একদিন আগে আবারো বাজারে দেখা হলে অভিযুক্ত রাসেদুল ওই নারীকে কিছু কসমেটিকস কিনে দেয়।
ঈদের পরের দিন মঙ্গলবার দুপুরে মুঠোফোনে রানীগঞ্জ বাজারে মন্দিরের সামনে আসতে বললে তাঁর ডাকে সাড়া দেয় ওই নারী।
পরে তাকে বিয়ে করার কথা বলে পাশের থানার একটি পার্কে ঘুরতে নিয়ে যায়।
সেখানে পার্কে ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার সময় রাত হলে রাশেদুল তাঁর খালাতো বোনের বাসায় গিয়ে উঠে এবং সেখানে তাকে ওই নারীকে স্ত্রী হিসাবে পরিচয় করে দেয়।
 পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সেখানে তাকে রাতভর ধর্ষণ করে।
পরের দিন সকালে ওই নারীকে একটি অটোরিকশায় তুলে দেন। বাড়ি ফিরে ওই নারী তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে ওই নারী রাতে থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার পর আসামি রাসেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুরে মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com