1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
১১ বছর পর কলমাকান্দা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল অভিযোগ মিটফোর্ড জাহেলিকাণ্ডর নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিবৃতি কয়রায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কয়রা থানা পুলিশের অভিযানে বিষাক্ত চিংড়ি জব্দ, ২ বছরের সাজা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার সামান্ত সা র ইউনিয়নের চর সামন্ত সার বৃষ্টির পানিকে নিয়ে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ রানীশংকৈলে প্রাইভেট কার ট্রায়াল দিতে গিয়ে ফলমূলের দোকানে আহত ৪ মির্জাপুরে চাঁদা তোলার রমরমা ব্যবসা হরিপুর সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-সন্তান গুরুতর আহত

চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাসহ কিছু স্বাস্থ্যগত সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ শোভন দত্ত

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাসহ কিছু স্বাস্থ্যগত সতর্কবার্তা দিয়েছেন উক্ত  স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ শোভন দত্ত;  তিনি উক্ত উপজেলার জনগণের কল্যাণে “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া” পেইজে স্বাস্থ্যগত সতর্কবার্তাটি প্রচার করেন।  তা নিম্নে হুবহু তুলে ধরা হলো।
“সবাই অবগত আছেন বর্তমান সময়ে সারাদেশে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  রমজানের শেষে নতুন খাদ্যাভাস ও অতিরিক্ত তাপদাহ এতে নতুন মাত্রা যোগ করবে বলে আশংকা করা হচ্ছে। এমতাবস্থায় উপজেলাবাসীর করণীয়-
১. দিনের অতিরিক্ত তাপমাত্রার সময়ে যেমন- ভর দুপুরে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
২. খাবারের বেসিক সতর্কতা মেনে চলা। যেমন-
খাবারের আগে ভালভাবে হাত ধোঁয়া, খাবার প্রস্তুতিতে সঠিক পন্থা মেনে চলা,  নিরাপদ পানি পান করা, ভরপেটে না খাওয়া, খাবার খাওয়ার পর পর  শুয়ে না পড়া, নামাজ খাবারের আগে পড়ে ফেলা।
৩. ভাজাপোড়া,  তৈলাক্ত খাবার, অতিরিক্ত মরিচ ও মসলাযুক্ত খাবার,  বাসি খাবার, রাস্তার ধারের অসাস্থ্যকর খাবার পরিহার করুন।
৪. ঈদের দিনে আতশবাজি,বেপরোয়া বাইকিং, ঝুকিপূর্ণ নৌ ভ্রমণ, খোলা ট্রাকে ভ্রমণ পরিহার করতে হবে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকরী ভূমিকা আবশ্যক।
৫. বাচ্চাদের বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে।  কারণ ঈদের সময়ে বাচ্চাদের বিভিন্ন দুর্ঘটনা বেড়ে যায়। যেমন- পানিতে ডুবে যাওয়া, কোমল পানীয় মনে করে কেরোসিন খেয়ে ফেলা, স্ট্রিট পয়জনিং, বাইরের অসাস্থ্যকর খাবার খেয়ে পেটের অসুখ,  অতিরিক্ত ঠান্ডা পানীয় খেয়ে গলা ব্যাথা ইত্যাদি। তাই আপনার বাচ্চাদের দিকে বাড়তি নজর দিন।
৬. পারস্পরিক সম্পর্কের ব্যাপারে সংযমী হই। নিজেদের মধ্যে হানাহানি থেকে বিরত থাকতে হবে এই খুশির দিনে।
ঈদের এই আমেজে সবাই নিরাপদে থাকবেন এই কামনা থাকবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
আমাদের স্বাস্থ্য বিভাগের নিবেদিতপ্রাণ চিকিৎসক,নার্স সহ বিভিন্ন পর্য়ায়ের কর্মচারীবৃন্দ নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে আপনাদের সেবায় সদা প্রস্তুত থাকবে।
****উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকবে আপনাদের সেবায়। অন্তঃবিভাগের সেবা ও নরমাল ডেলিভারি সেবা চলমান থাকবে যথারীতি। Rapid response team সদা প্রস্তুত থাকবে ডায়রিয়া সহ যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য। ***
আপনারা যখন আপনজনের সাথে লম্বা ছুটিতে আনন্দে সময় কাটাবেন, তখন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ব্যস্ত থাকবেন আপনাদের সেবায় নিজেদের সুখ বিলিয়ে দিতে।
ডা.শোভন দত্ত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  চকরিয়া।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com