মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলার আওতাধীন সকল শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ দক্ষিণ রাউজান গশ্চি নয়াহাটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১১ জুলাই) সকালে কোরাআন তেলাওয়াত, নাতে রাসুল ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাউজান উপজেলার সমন্বয়কারীদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
সমন্বয়কারী মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, দিদারুল আলম, অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইউছুপ আলী,জয়নাল আবেদীন জুলু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার।
আরো উপস্থিত ছিলেন সমন্বয়কারী নাজিম উদ্দীন, কাজী আসলাম উদ্দিন,সাদিকুজ্জামান সফি, টিটন বৈদ্যসহ শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ। মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন আশরাফী।
দ্বিতীয় অধিবেশনে প্রতিটি শাখা কমিটির প্রতিনিধিবৃন্দের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ সরাসরি আলাদা আলাদা সাক্ষাৎকার এর মাধ্যমে শাখা কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন-এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করেন। এর আগে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।