চট্টগ্রামে ইসকন নেতার জামিন না মঞ্জুরের ঘটনায় আদালত প্রাঙ্গণে সৃষ্ট সংঘর্ষে রাষ্ট্রপক্ষের এক আইনজীবি নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এই আইনজীবী নিহত হন। জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চিন্ময় কৃষ্ণ-এর অনুসারিরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। আদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। কয়েক ঘন্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত হয় রাষ্ট্রপক্ষের এক আইনজীবি সাইফুল ইসলাম আলিফ। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি দৈনিক বায়ান্নকে বলেন, সাইফুল ইসলাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম নগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।