1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পশুরাম-ফুলগাজীতে পানিবন্দী মানুষকে বিজিবি খাবার বিতরন করেন সাদুল্লাপুরে শহীদ নাজমুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ মাগুরার শালিখা হরিশপুরে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ পলাশবাড়ী পৌরসভার কালিবাডী বাজার সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা; জনদুর্ভোগ চরমে বটিয়াঘাটায় জিয়া স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে বিতর্কিত আওয়ামী লীগ নেতা কলারোয়া বালিয়াডাঙ্গা বাজারে ১২ বছরর ১ কিশোরকে আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :প্রাপ্তি ও প্রত্যাশা

মোহাম্মদ ইমাদ উদ্দীন
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (Chittagong History Research Center)- CHRC একটি স্থানীয় সংগঠন, যা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই কেন্দ্রের প্রধান কাজ হলো চট্টগ্রামের প্রাচীন ইতিহাস, সাহিত্য, লোক-ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক স্থান, স্থাপত্য, পুরাকীর্তি, এবং সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করা এবং স্থানীয় ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও, কেন্দ্রটি বিভিন্ন প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম, এবং প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে।
ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ১৯৯৪ সালে ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি গবেষণা ও সংরক্ষণ করার প্রত্যয় নিয়ে এটি গঠিত হয়।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বিষয়ক গবেষণা, প্রকাশনা, সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি মূলত ঐতিহাসিক স্থান পরিদর্শন ও গবেষণার মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস সংরক্ষণ ও প্রচার করে। এই কেন্দ্রটি চট্টগ্রামের লোক সংস্কৃতি, লোক সাহিত্য এবং ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব ও পার্বণ নিয়ে কাজ করে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এমনকি চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) স্থানীয় জনগণ ও ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে থাকে এই সংগঠনটি। বিভিন্ন ঐতিহাসিক স্থান, যেমন – মসজিদ, মন্দির, বৌদ্ধ চৈত্য, বিহার, জমিদার বাড়ি, ইত্যাদি নিয়ে গবেষণা ও ডকুমেন্টেশন করে থাকে। এটি স্থানীয় ইতিহাস বিষয়ক বিভিন্ন গবেষণা পরিচালনা করে এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে বিভিন্ন বই, প্রবন্ধ ও জার্নাল প্রকাশনা বের করে থাকে।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (Chittagong History Research Center)- CHRC এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইতিহাসবিদ, লেখক ও গবেষক  এবং অসংখ্য গ্রন্থ প্রণেতা সোহেল মো. ফখরুদ-দীনের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় ২০০৯ সাল থেকে। আর এই সংগঠনের সাথে সরাসরি জড়িত ২০১২ সালের শেষ দিকে। এই সংগঠনের মাধ্যমে  চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বিষয়ক গবেষণা, প্রকাশনা, সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কিছুটা ভূমিকা পালন করলেও ইতিহাসবিদ,লেখক কিংবা গবেষকদের কাছে সংগঠনটির তেমন প্রচার ও প্রসার হয়নি। সংগঠনটির প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল কিংবা উপজেলা ভিত্তিক কমিটি গঠন করা সময়ের দাবী। এমনি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইতিহাস (ডিপার্টমেন্ট) বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদেরকে সম্পৃক্ত করতে হবে। ইতিহাস বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ সমাজকে ইতিহাস চর্চায় আরও বেশি উৎসাহিত করা প্রয়োজন। এই সংগঠনটির  আরও বিস্তৃত পরিসরে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন অঞ্চলের ইতিহাস নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে, যা চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, এবং প্রত্নতত্ত্বের বিভিন্ন দিক উন্মোচন করবে। ঐতিহাসিক স্থানগুলির আধুনিকীকরণ ও সংরক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, যাতে এগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। আন্তর্জাতিক বিভিন্ন ইতিহাস গবেষণা কেন্দ্রের সাথে সহযোগিতা স্থাপন করা, যাতে চট্টগ্রামের ইতিহাস বিশ্ব দরবারে আরও বেশি পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে চট্টগ্রাম সিটি করপোরেশন কিংবা চট্টগ্রামের গুনী ব্যক্তিবর্গদের পৃষ্ঠপোষকতায় আধুনিক ও সমৃদ্ধ ইতিহাস চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠানিক রূপ দেয়া সময়ের দাবী। যেখানে একটি সমৃদ্ধ সংগ্রহশালা, গবেষণাগার, পাঠাগার এবং আধুনিক সুযোগ সুবিধা থাকবে।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একইসাথে এই কেন্দ্রটির আরও বেশি সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com