স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের চর রেসপন্স প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চরফ্যাশন উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা সিপিপি সহকারী পরিচালক, কে এম মাহতাবুল বারী ও শহীদ জয়িাউর রহমান ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক এইচ এম ছালাউদ্দিন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু, বিভিন্ন কলেজের প্রভাষক, উপকারভোগী, সাংবাদিক ও রেডক্রিসেন্ট বৃন্দ।
উক্ত সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগম। সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন, কোস্ট ফাউন্ডেশনের উর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুছ। তিনি বলেন, স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারনত দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করছে। চর কুকরী মুকরী, জাহানপুর, মুজিবনগর ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে রাস্তাঘাট ও ব্রিজ করে দেওয়ায় খুশি উপকারভোগীরা। সভায় বিশেষ অতিথির বক্তব্যে, কে এম মাহতাবুল বারী ও এইচ এম ছালাউদ্দিন বলেন, কোস্ট ফাউন্ডেশন স্বল্প খরচে রাস্তা ও কাঠের ব্রিজ করার জন্য সাধুবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসনা শারমিন মিথি বলেন, কোস্ট ফাউন্ডেশন এ প্রকল্প শুরু করার সময় সকলের মতামত গ্রহণ করে কাজ শুরু করেন। কোস্ট ফাউন্ডেশন চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নিবেদিতভাবে কাজ করছে। এতে করে চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ পরিবারের জীবনমান উন্নয়নের সহায়ক হচ্ছে। তিনি আরো বলেন, দ‚র্যোগকালীন সময় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধির জন্য কোস্ট ফাউন্ডেশনকে আরো কাজ করার জন্য সুপারিশ করেন। উপজেলা প্রশাসন এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।