ভোলার চরফ্যাশনে নিহত ব্যবসায়ী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুবদল। ৬ এপ্রিল রবিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার যুবদল নেতারা চরফ্যাশন আবুবকরপুর ইউনিয়নে নিহত মাসুদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় যুবদলের নেতারা নিহত মাসুদের মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ব্যবসায়ী মাসুদের পরিবারের সদস্যরা অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিনসহ তার বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত মাসুদের কবর জিয়ারত করেন। এর আগে গত ৪ এপ্রিল চরফ্যাশন উপজেলার আবু বক্করপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আলামিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাসুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী মাসুদকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। নিহত মাসুদের ভাই রায়হান বাদী হয়ে আলামিনসহ ৪৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার প্রধান আসামি আলামিন এখনও পলাতক রয়েছেন।