আলীগাঁও ১ নং ওয়ার্ড দেহ ব্যবসায়ীদের বাড়ি দেহ ব্যবসায়ী নারীর নাম রহিমা বেগম বয়স (৩৮) ধরা খেলেন আব্দুল হানিফ বয়স(২৫)মাসুদ আমিনের ছোট বোন ও বেলায়েত হোসেন তারা দেহ ব্যবসা করা তাদের বোন দিয়ে এলাকাবাসী সবাই জানে তাই এলাকাবাসী হাতেনাতে ধরেছে লালমোহন রোমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের আব্দুল হানিফকে ধরার কারণে এলাকাবাসীদের নামে মিথ্যা অপবাদ ও মামলা পত্রিকায় নিউজ করে তাদেরকে হানি করেন রহিমা বেগম রাবেয়া বেগম ও মাসুদ আমিন সহ দেহ ব্যবসার সাথে তার ফ্যামিলি জড়িত দেহ ব্যবসায় রহিমায় ৯৯৯ লাইনে কল দিয়ে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করে অভিযোগ দাখিল করার সময় থানায় ছিলেন হাফেজ মোঃ আতিক ওসমান সাথে সাথে এলাকার প্রতিনিধি যারা আছে তাদের সাথে যোগাযোগ করলেন জেনে থানায় বলে দিয়েছেন যে তারা দেহ ব্যবসার সাথে জড়িত আছেন তার কথার ভীতিতে চরফ্যাশন থানা পুলিশ তদন্ত করে নিলেন
তারপরও ভোলা সদর থানায় মামলা দিয়েছে ও পত্রিকায় দিয়েছেন দেহ ব্যবসায় রহিমা তার বাসায় তাকে দড়ি দিয়ে বেঁধে সৈন্য অলংকার নিয়ে গেছে হামলা চালিসা এলাকাবাসী কিন্তু জানা গেল না মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে তারা দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর ফিরে দেহ ব্যবসার সাথে জড়িত আছে এলাকাবাসী দের সাথে কথা বলে জানা গেল তাই এলাকাবাসীর দাবি
বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান বিষয়টি সুস্থ তদন্ত করে যাদের অপরাধ তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে বক্তব্য কি দের কাছ থেকে