ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়ায় অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযানের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ (১১ এপ্রিল)শুক্রবার সকালে তেঁতুলিয়া নদী সংলগ্ন গাছিরখাল, ঘোষেরহাট ও বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
উপজেলা মৎস্য অফিস জানায়, উপজেলা মৎস্য অফিসারের উদ্যোগে অভিযান পরিচালনা করে ১৮ হাজার মিটার কারেন্ট জাল, ২০টি বেহুন্দি জালসহ প্রায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ আটক করা হয় দুই জেলেকে এবং এক জনকপ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এপ্রিল মাসের শেষদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
সে সময় উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, ক্ষেত্র সহকারী কামাল উদ্দিন, আব্বাস উদ্দিন ফরাজি প্রমূখ।