জামালপুরগামী ৮০০ নম্বর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক অজ্ঞাতপরিচয় যুবক। শুক্রবার সরিষাবাড়ি মোড় এলাকায় চলন্ত ট্রেন থেকে মাথা বাইরে বের করলে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সরিষাবাড়ি মোড় অতিক্রম করার সময় ওই ব্যক্তি জানালার পাশে মাথা বের করে ছিলেন। এ সময় হঠাৎ ল্যাম্পপোস্টের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতরভাবে আহত হন। ট্রেন থামিয়ে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। আহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজ পেতে সহযোগিতা চাওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আহত যুবকের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।