সোনাগাজী উপজেলা গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের একমাত্র ফেনী জেলার সোনাগাজীতে সবচেয়ে বেশি চাঁদাবাজি, টেন্ডার বাজি দখল,বানিজ্য,জবরদখল,সব বিভিন্ন অপকর্ম হচ্ছে এদের পিছনে বেশীরভাগ সুবিধাবাধী কিছু বি এন পি,জামাত,নেতাকর্মীরা জডিত বলে জানা গিয়াছে।বি এন পি প্রভাবশালীন নেতাদের জোক সাজেশন তাদের ছত্রছায়ায় এ সব অপকর্ম হচ্ছে তাদের কাছে বিচার চেয়েও পাওয়া যায় না।কিছু জামাত নেতারা ও সালিশ বানিজ্য নিয়ে আছে। এদের ব্যাপারে কিছু বললেই বলে আপনাদের কিছু বলার থাকলে থানায় গিয়ে অভিযোগ দিন। থানায় গিয়ে অভিযোগ করলে বলে নেতাদের হুকুম ছাডা কাউকে গ্রেফতার বা অভিযোগ নেয়া যাবেনা।সোনাগাজী থানার পুলিশ ৫ আগষ্টের পর নিরুপায় তাদের কোমর শিদা করে দাঁডাতে পারতেছে না।এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কারা হয়েছে নেতাদের হুকুমে করা হয়েছে।যারা চাঁদাবাজি টেন্ডরাবাজি করছেন আপনারা এখন ও সময় আছে না হয় আপনাদের অবস্থা ও ঠিক ৫ই আগষ্টের আগের মত হবে।