চাঁদা না দেওয়ায় ঢাকার মিডফোর্ড এলাকায় প্রকাশ্যে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ও ইট চাপা দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সারা দেশের মতো ক্ষোভে ফেটে পড়েছে পাবনার শিক্ষার্থীরাও। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৯ জুলাই (বুধবার) রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কতিপয় যুবদল নেতাকর্মী রাস্তার মাঝে উলঙ্গ করে নির্মমভাবে পাথর ও ইট চাপা দিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যার পরও হামলাকারীরা মৃতদেহের ওপর লাফিয়ে এবং চারপাশে নাচানাচি করে ভয়াবহ অমানবিকতা প্রদর্শন করে।
এই বর্বর ঘটনার প্রতিবাদে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহীদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “এই ঘটনা শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, মানবতা ও সভ্যতার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাই— অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
তারা অরো বলেন ২৪ এর আন্দোনের পরে এক দল স্বৈরাচারী মনোভাব নিয়ে মাথাচারা দিচ্ছে।তারা টেম্পু স্টেন্ড, বাস স্টেন্ড ও ব্যাবসায় কেন্দ্রস্থলে চাঁদাবাজি করছি। আমারা ছাত্র সমাজ ১৭ বছরে গরে ওঠা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে বড় স্বৈরাচার এই বাংলার জমিনে আর গড়ে উঠতে দিবোনা।
শান্তিপূর্ণ এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সমাজে চরম উদ্বেগ ও হতাশার জন্ম দেওয়া এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।