৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পোলাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল বালিকা দল জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় দ্বীন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের সংবর্ধনা ও পুরুস্কার প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, স্কুলের পক্ষ থেকে খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
এসময় দ্বীন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহিদুল ইসলামে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং দলদলী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, অত্র স্কুলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ।