চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে একই এলাকার আদিবাসী পল্লী থেকে বাখোরের গুলি ও দেশি মত তৈরির বিভিন্ন গ্রহণ উদ্ধার করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সকালে দুই ঘন্টা ব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে পাওয়া না গেলেও ১৫০ লিটার দেশীমত তৈরির কাঁচামাল গাধ, পাঁচ শত বাখোরের গুলি, পাঁচটি পাতিল, একটি গ্যাস সিলিন্ডার, একটি চুলা, একটি মাটির পাতিল, ৬টি বালতি আর ও তিনটি বড় টপ উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান, জন স্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, দেশী মদ তৈরির উপকরণ গুলি জব্দ করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, মদ তৈরির