চাঁপাইনবাবগঞ্জে ব্যথানাশক ট্যাবলেটকে মাদক হিসেবে গ্রহণের প্রবণতা বাড়ছে। এসব ট্যাবলেট পাচার হয়ে আসছে ভারত থেকে। ব্যথানাশক ট্যাবলেটকে মাদক হিসেবে গ্রহণকারীদের মধ্যে একটি কথাও প্রচলিত আছে ‘দামে কম, নেশা চরম’। কারণ ইয়াবার চেয়ে কম দামে পাওয়া এসব ট্যাবলেটেই নেশা মেটাচ্ছে তারা।
আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোপালপুর থেকে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের গোপালপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেন তারা। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৭০০ পিস ট্যাবলেট জব্দ করে।
এর আগে গত ১১ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ঊনিশবিঘী সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে ৫৯ বিজিবির সদস্যরা।