চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে জুলাই “শহীদ দিবস ২০২৫” উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। ১৬ জুলাই বুধবার জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। গত সোমবার জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জেলা ফুড অফিস মোড়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। এইদিনে যারা এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।