‘আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনবো নতুন দিগন্ত’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ১৭০তম মহান ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন সোমবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশন স্কুল মাঠে ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রিভ্যুলেশন (NAGR) সংস্থা এ মেলার আয়োজন করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক স্টেফিন সরেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস আরো স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ।
সিধু, কানগু, চাঁদ, ভৈরব এর নেতৃত্বে সংঘটিত সাঁওতাল বিদ্রোহের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানে আরো আলোচনা করেন মনো সাইট সেন্ট্রাল কমিটির বাংলাদেশ প্রতিনিধি গ্রেগ ভ্যানডেরবিল্ট, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিন্গু মুর্মু সহ অন্যান্যরা।
সভার শুরুতেই সাঁওতাল বিদ্রোহ দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম।
শেষে মেলায় সাঁওতালি ঐতিহ্য ও রীতির ডোর যোহর,সাঁওতাল দং, লাড়গে, সহরায়,লাকেড় বানাম,দাঁসার ডানটা গান ও নাচ প্রদর্শন করা হয়।