নোয়াখালীর চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার পাঁচগাঁও (পিজি) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি-১ থেকে কেজি-৫ পর্যন্ত ১১৪৫ জন শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ নোমান, সাধারণ সম্পাদক আবুল বারাকাত, পরীক্ষা নিয়ন্ত্রক ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক দিদার উল আলম সহ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।পরীক্ষা নিয়ন্ত্রক দিদার উল আলম বলেন, চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করেছেন। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানায়।