গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র লেজার হাব। স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া, জন্মগত ও দুর্ঘটনাজনিত দাগসহ ত্বকের নানান রোগে অনেক নারী ভুগছেন। আধুনিক ব্যবস্থায় এটির চিকিৎসা সম্ভব, তবে ব্যয়বহুল। এর চিকিৎসা রাজধানীর বাইরে এত দিন ছিল না।ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফাতেহা নূর এ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন গাজীপুর শহরের শিববাড়িতে। এখানে মানুষের যে কোনো মুখের দাগ, শরীরের চুলকানিসহ অন্যান্য রোগের সুলভমূল্যে বিশ্বমানের চিকিৎসা দেয়া হবে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে অনুষ্ঠানের মাধ্যমে লেজার হাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা ও মীর সাব্বির প্রমুখ। এ সময় সিংগাপুর থেকে লাইভে অনুষ্ঠানের বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।ডা. সৈয়দা ফাতেহা নূর বলেন, ‘গত ৫ বছর গাজীপুরের প্রতিটি এলাকায় বারবার গিয়েছি। গাজীপুরে স্কিন ডিজেজ নিয়ে অসংখ্য রোগী এসেছে। এ দীর্ঘ সময়ে প্রায় ১ লাখ রোগীকে চিকিৎসা দিয়েছি। গাজীপুর শিল্প কারখানাবেষ্টিত এলাকা, এখানে বিভিন্ন পর্যায়ের লোকের বসবাস। আমি সব শ্রেণীর মেয়েদের সুবিধার চিন্তা করে রাজধানী ছেড়ে গাজীপুরে লেজার হাব গড়ে তুলেছি। আমি বহু দেখছি স্কিন রিলেটেড সমস্যার কারণে অনেক মেয়ের বিয়ে হয় না, বিয়ে হলেও সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে৷ আমি একজন ডাক্তার হিসেবে বলছি, আমার লেজার হাবের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে কয়েকজনকেও বের করতে পারি, তবে সেখানেই আমার স্বার্থকতা।’
তিনি আরও বলেন, ‘আমি অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, নিজের অর্থায়নে এটি এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি স্বপ্ন দেখি, এই লেজার হাব সারা দেশে ছড়িয়ে দেবো। এটি অবশ্যই স্বপ্লব্যয়ে হবে৷ এ জন্য সবার সহযোগিতা দরকার।’অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ডাক্তার ও মালিকরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।