দিনাজপুরের চিরিরবন্দরে আন্তঃ জেলা প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ নভেম্বর বিকেল ৪ টা হতে সন্ধা পর্যন্ত উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর কাবাডি ক্লাবের আয়োজনে আন্তঃ জেলা প্রীতি কাবাডি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন।
দিনাজপুর কাবাডি ক্লাবের সভাপতি সাংবাদিক মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ ও চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জুয়েল রানা জিহাদ উপস্থিত ছিলেন।
খেলায় দিনাজপুর কাবাডি ক্লাব ২৭-২৪ পয়েন্টের ব্যবধানে জয়পুরহাট জেলা স্পোর্টস একাডেমির জেলা দলকে পরাজিত করেছে। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তালিকাভ‚ক্ত রেফারী সাংবাদিক মোরশেদ উল আলম, কামরুজ্জামান সরকার, নজরুল দুলাল, নজরুল ইসলাম, আসাদুল ইসলাম, হুমায়ুন কবির রিপন, জাকির হোসেন, আল মাবুদ ও সামসুল আলম। খেলায় প্রচুর দর্শকের আগমন ঘটে।