দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গীবাদী-সন্ত্রাসী কর্মকান্ড ও চট্টগ্রাম আদালতে হামলা এবং আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর মঙ্গলবার বাদ এশা উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রানীরবন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাহাদুরবাজারে চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে মাও. শফিকুল ইসলাম, ক্বারী রায়হানউদ্দিন, সাদেকুল ইসলাম, মমিনুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় বক্তারা প্রথম আলো ও ডেইলী স্টার পত্রিকার সমালোচনা করেন এবং উগ্র হিন্দুত্ববাদী জঙ্গীবাদী-সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান।