দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পুলিশ আমিনুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনাটি গত ১৩ এপ্রিল রবিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের যুগিরডাঙ্গা ঈদগাহ মাঠের সামনে ঘটেছে। গুরুতর আহত মো. হাবিবুর রহমান হাবিব উপজেলার অমরপুর ইউনায়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) ওই রাত আনুমানিক ১১টার দিকে মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে একটি দুর্বৃত্তের দল তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে যশাইহাট ফেরত কয়েকজন পথচারী তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। ধৃত আমিনুল ইসলাম উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিতপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।