দিনাজপুরের চিরিরবন্দরে পিতার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইশরাত জাহান ইরা (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইশরাত জাহান ইরা উপজেলার ইসবপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ব্যাঙের কাদো এলাকার জাহাঙ্গীর আলম বাবুর মেয়ে। এ ঘটনাটি গত ১৭ নভেম্বর রবিবার আনুমানিক সকাল ১১টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ব্যাঙের কাদো এলাকায় ঘটেছে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যাঙের কাদো এলাকায় জাহাঙ্গীর আলম বাবুর ট্রাক্টরটি দিয়ে জমি চাষ করছিলেন। চালক ট্রাক্টরটি জমিতে রেখে নাস্তা খেতে অন্যত্র চলে যায়। এ সুযোগে ট্রাক্টরের মালিক জাহাঙ্গীর আলম বাবু তার মেয়ে ইশরাত জাহান ইরাকে ট্রাক্টরের উপরে বসিয়ে জমি চাষ করতে শুরু করেন। এর একপর্যায়ে ট্রাক্টরটি বাঁক নিতে গেলে ইরা ছিটকে পড়ে এবং ট্রাক্টরের লাঙ্গলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারেরনিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর সোমবার ইরার দাফন কার্য সম্পন্ন হয়েছে।