1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

চিলমারীতে শিক্ষক মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান ও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ

Jahid khan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সরকারি বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরকুটি এলাকার বাসিন্দা রানু মিয়া তার ছেলের সুবাদে যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন। তার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও তিনি প্রতি বছর অল্প সময়ের ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেন। অভিযোগ রয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করে আসছেন।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষক হাজিরা খাতায় মর্জিনা বেগম সর্বশেষ স্বাক্ষর করেছেন গত ২ জুন ২০২৫ তারিখে। এরপর থেকে অদ্যাবধি তার উপস্থিতির কোনো সুনির্দিষ্ট রেকর্ড নেই। আরও জানা যায়, তিনি ২০২৪ সালের ২২ মার্চ থেকে চলতি বছরের ১ জুন পর্যন্তও বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, “মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি অবগত নই। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস দেখছে। সম্প্রতি অফিস থেকে ২৫ দিনের একটি ছুটির অনুমোদনপত্র পেয়েছি।”
সূত্র মতে, মর্জিনা বেগম প্রথমে তিন মাসের ছুটির আবেদন করেন, যা প্রধান শিক্ষকের এখতিয়ার বহির্ভূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়নি। পরে তিনি রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছ থেকে ২৪ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত ২৫ দিনের ছুটি অনুমোদন নেন। অনুমোদনের কাগজটি বিদ্যালয়ে পৌঁছায় ২৫ জুলাই।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, “মর্জিনা বেগম ২৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অসুস্থ স্বামীকে দেখতে গেছেন। নির্ধারিত সময়ের পরে যদি তিনি ছুটি না বাড়ান, তবে সরকারি চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে শিক্ষক সমাজ ও অভিভাবক মহলের অভিযোগ— একজন শিক্ষক নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকে বিদেশে অবস্থান করবেন এবং বেতন-ভাতা ভোগ করবেন— এটা যেমন অনৈতিক, তেমনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পথে বড় অন্তরায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com