1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান

আবু ছাইদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের সদ্য ২৫ সালের এস এস সি ফলাফলের পাশের হার খারাপ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আনোয়ারুল হক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের গত ৩১শে জুলাই এক মতবিনিময়ে সভার আয়োজন করে। সভায় ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আনোয়ারুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি সদস্য শহিদুল ইসলাম লিটন চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম।
মতবিনিময় মুক্ত আলোচনায় পাশের হার কি কারনে খারাপ হয় তা নিয়ে বেশ চুল ছেঁড়া পর্যালোচনা হয় তাতে করে উঠে আসে যে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি না হওয়ার মূল কারণ। যে সকল ছাত্র-ছাত্রী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসে না তাদের অভিভাবককে মুঠোফোনের মাধ্যমে কখনো বা সরাসরি সংবাদ দিয়েও ঠিকমতো উপস্থিত করাতে পারেনি বলে শিক্ষক মহোদয়ের বক্তব্য এসব কারণে বইপত্রের সঙ্গে সঠিক সম্পর্ক না হওয়ায় এরকম ফলাফল হয়েছে।
মুক্ত আলোচনায় সকলের উপস্থিতিতে যে সকল ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়নি তাদের কাছে শিক্ষক মন্ডলী ওয়াদা নেন যে আগামী দশই আগস্ট হতে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত স্কুলের আলাদা একটি কক্ষে বিশেষ ক্লাস প্রদান করা হবে সেই ক্লাসে যদি প্রত্যেকেই যথাসময়ে উপস্থিত হয় তাহলে এই ফলাফল সহ আগামীতে আর কোন ফলাফল এত লজ্জাজনক হবে না বলে আমরা আশা করি। শিক্ষাপ্রতিষ্ঠানের এই পদক্ষেপকে ছাত্রছাত্রীসহ অভিভাবক ও সুধীজন সাধুবাদ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com