চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনীপুরে সাজিদুল ইসলাম (৪২) নামে এক ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে তারই প্রতিবেশি আকাশ ওরফে আশিক নামের এক যুবকের বিরুদ্ধে। রাতেই আহত সাজিদুলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে স্থানীয় একটি ইটভাটার নিকট এ ঘটনা ঘটে।
আহত সাজিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের মৃত. মোলাম মালিথার ছেলে।
আহত সাজিদুল ইসলামের পরিবারের সদস্যরা বলেন, বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে ‘ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তী উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সেই র্যালিতে একটি ট্রাক্টরযোগে সাজিদুল ইসলাম, প্রতিবেশি আকাশ ওরফে আশিক সহ স্থানীয় অনেকেই বিজয় র্যালিতে অংশগ্রহন করেন। সাজিদুল ও আশিক প্রতিবেশি হলেও তারা সম্পর্কে নানা-নাতির সম্পর্ক। বিজয় র্যালীতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে রাতে বাড়িতে এলে এরই জের ধরে আকাশ ওরফে আশিক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়ভাবে সাজিদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ক্ষতস্থানে বেশকিছু সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা করবেন না বলে দৈনিক দেশ বুলেটিনকে এ তথ্য নিশ্চিত করেছেন আহত সাজিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
বুধবার রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ দৈনিক দেশ বুলেটিনকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, আহত সাজিদুলের কয়েকটি ট্রাক্টরে করে স্থানীয় লোকজন বিএনপির অনুষ্ঠিত বিজয় র্যালিতে অংশগ্রহন করেছিলেন। অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে একটি ট্রাক্টর নষ্ট হয়ে যায়। এ সময় সাজিদুল তাদেরকে বলেন, যার যার মত করে বাড়িতে চলে যাও, প্রয়োজনে গাড়ি ভাড়া আমি দিয়ে দিব। পরবর্তীতে রাতে সাজিদুলকে এক যাত্রী বাড়িতে এসে বলেন, আমাকে নিয়ে গেলো, নিয়ে আসল না। এরই জের ধরে ওই যাত্রী হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে সাজিদুলকে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।