চুয়াডাঙ্গা সদর উপজেলা ৬ মাইল বুড়োপাড়ার আয়নালের দুই ছেলে বিপুল ও বিপ্লব বন্ধু ওয়াসীমকে সাথে নিয়ে চুয়াডাঙ্গায় আসছিল ঈদের বাজার করতে। ঘড়িতে তখন রাত আটটা। দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে জিগজ্যাক করতে করতে বাড়ি থেকে আসা। চুয়াডাঙ্গা শহর থেকে একটু দূরে ঝিনাইদহ বাস স্ট্যান্ড পার হয়ে মুন্নার মোড়ের কাছাকাছি -পোঁছালে বিপরীত দিক থেকে সিএন্ডবি পাড়ার ইজি বাইক চালক ওহি উদ্দিন দুজন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। বিপুলদের মোটরসাইকেল এর গতি ছিল বেপরোয়া। ফলে বাইক নিয়ন্ত্রন হারিয়ে মুখো মুখি সং*ঘর্ষ – ঘটনাস্থলে মারা যায় বিপুল, গুরুতর আহত ভাই বিপ্লব আর বন্ধু ওয়াসিম। অটোর যাত্রীসহ চালক ওহি উদ্দিনও গুরুতর আহত হয়। সবাইকে সদর হাসপাতালে নেওয়া হয়। বিপ্লব ও ওয়াসিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। রাত ৯:৪০ এ পাওয়া শেষ খবর অনুযায়ী দুজনকে নিয়ে অ্যাম্বুলেন্স রাজশাহীর পথে, রওনা দেন। এর মধ্যে একজন মা*রা গেছে বলে জানা গেছে।