গাইবান্ধার সাঘাটায় হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কাজে ৩৫০ জন শ্রমিকের হালনাগাদে প্রত্যেক শ্রমিকের নিকট ১৫ থেকে ২০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে।
সরেজমিনে গতকাল ০৫ এপ্রিল শনিবার দুপুরে আমাদের প্রতিবেদক হলদিয়া ইউনিয়নের কালুর পাড়া চরে যান।
শ্রমিক নুরজাহান, শফিকুল, জহুরুল, রুহুল আমিন বলেন, পূর্বে আমরা ২০ হাজার করে টাকা দিয়ে কাজ নিয়ে কাজ করছি। এখন আবার হালনাগাদের অজুহাতে প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার করে টাকা চাচ্ছেন। না দিলে নাম কেটে অন্যজনের নাম দেবে। আমরা গরিব মানুষ কোথায় থেকে টাকা দেব, আমাদের নাম যেন থাকে এটা আপনাদের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ রানা বলেন, আমার ১ নং ওয়ার্ডে এলাকা থেকে বেশ কিছু লোক জানিয়েছেন, চেয়ারম্যান নাকি তাদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা চাচ্ছেন । ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে হালনাগাদে তালিকায় অনিয়ম করা হচ্ছে।
এ ব্যাপারে কর্মসৃজন কর্মসূচির শতাধিক শ্রমিক সাংবাদিকসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয় নিয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মুঠোফোনে বলেন, আমি শুনেছি ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।