1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা

মোঃ বুখারী মল্লি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নের বেলবানা গ্রামে  শুকুর মোল্ল্যা ৫৪ পিতা-মৃত আঃ রউফ মোল্ল্যা দীর্ঘদিন যাবত চোরাই মাল বেচাকেনা করে যেমন পানির মটর থেকে শুরু করে ফ্যান সাইকেল মোটরসাইকেল ভ্যানের চার্জার ব্যাটারি মোবাইল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক চুরাই মাল বিক্রয় করে আসছে।

গ্রামবাসীর অভিযোগ তারা বলেন অনেকবার চুরি করা মালামাল সহ আটক হয়েছে এই শুকুর মোল্ল্যা এই এলাকার মানুষ বেশ কয়েকবার তাকে ধরে থানা হেফাজতে আটক করেছে এবং এলাকাবাসীও বেশ কয়েকবার বিচারের আওতাই এনেছে তাকে ভুক্তভোগী গ্রামবাসী অনেকেই বলেন শুকুর মোল্ল্যা এই ব্যবসা করে আসছে বারবার চোরায় মালসহ ধরা পড়ার পরেও শাস্তিযোগ্য বিচার না হওয়ায় গ্রামে দিন দিন  বেড়েই চলছে চুরি।

একই গ্রামের বাসিন্দা সুরুজ মোল্ল্যা ৫০ পিতাঃ তোতা মোল্ল্যা সাং বেলবনা চরপাড়া তিনি বলেন ইতিপূর্বে আমার পানির মটর চুরি করিয়া ধরা পড়ে সুকুর মোল্ল্যা। একই গ্রামের বাসিন্দা মোঃ বুখারী মল্লিক পিতা মোঃ ইকরাম মল্লিক এর ১ হর্জ পাওয়ারের  একটি গাজী কোম্পানীর পানির মোটর চুরি হয় ৬ মাস আগে তিনি গোপনে খোঁজখবর রাখেন চুরিকরা মটর কোথায় বিক্রি হয় একপর্যায়ে গত ইং ৩০.০৭.২০২৫ তারিখে সংবাদ পাই যে শুকুর মোল্ল্যা একটি ১ হর্জ পাওয়ার এর গাজী মোটর জৈনক  দুলাল মোল্ল্যা পিতাঃ ছানু মোল্ল্যা বেলবানা এর নিকট বিক্রয় করিয়াছে দুলাল মোল্ল্যার বাড়িতে গিয়ে মটরটি দেখে বুখারী মল্লিক বলেন  মোটরটি তারই চুরি হয়ে যাওয়া সেই মটর। ভুক্তভোগী এবং গ্রামবাসী শুকুর মোল্ল্যার কাছে জানতে চায় মটরটি সে কোথায় পেয়েছে তখন সে বিভিন্ন লোকের নাম বলে এবং উলটা পালটা কথা বলা শুরু করে এবং পরে  উপজেলা প্রশাসন রাত ১২ সময় গিয়ে শুকর মোল্ল্যার দোকান থেকে মটরটি থানা হেফাজতে নেই তখন সেখানে উপস্থিত ছিলেন বানা বাজার বণিক সমিতির অনেকেই এবং স্থানীয় লোকজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com