আজ ৯জুলাই মঙ্গলবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের(পিরোজপুর জেলা শাখা) উদ্যোগে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও ২ঘন্টা কর্মবিরতির পালন করে। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা শাখার অর্থ সম্পাদক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের এই দাবি যদি আদায় না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচি পালন করতে বাধ্য হব। সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে ছয় দফা মেনেনি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব আল মামুনের নেতৃত্বে আজকের অবস্থান কর্মসূচি পালন হয়।