ছাত্রদের নাশকতার উস্কানি দাতা ফেনী দাগনভুঁইয়ার যুবলীগ নেতা রিয়াদ ঢাকাতে গ্রেফতার। রিয়াদ ছাত্রদের উস্কানী দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনা সময় হাতেনাতে ধরে এক যুবলীগ নেতাকে পুলিশে সপর্দ করেছে ছাত্রদল নেতা কর্মিরা।
আটককৃত রিয়াদ মাহমুদ রাফি ফেনী জেলার দাগনভুঁইয়া রাজাপুরন ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভুইয়া বাডির আবুল হাসেমের বড় ছেলে।তিনি রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক ছিলেন।এবং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সহযোগী ছিলেন। এলাকা বাসী জানান,রিয়াদ গত বছর ৫ই আগষ্টের পর ঢাকায় গা ঢাকা দেয়।সম্প্রতি মাইলস্টোন স্কুল ও কলেজে উপর বিমান বিধ্বস্ত হলে উক্ত কলেজের ছাত্ররা ৬ দফাদাবীতে আন্দোলন করে।পরে সরকার তাদের ৬ দফা দাবী মেন নেন।কিন্ত কিছু উশৃংখল ছাত্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এবং উস্কানিমূলক কথা বলে, ছাত্রদলের নেতা কর্মিরা তাকে ধরে পুলিশে দিলে জিজ্ঞাসা বাদে রিয়াদ স্বীকার করে সে যুবলীগের লোক।