গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা দশমিনা উপজেলার বিএনপির নেতা সাবেক ডাকসু ভিপি জনাব হাসান আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর চেয়ারম্যানসহ গলাচিপা উপজেলার নেতা কর্মীরা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অংশগ্রহণের নেতা কর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জনাব হাসান আল মামুন বলেন আজকের এই দিনে বাংলাদেশে থেকে স্বৈরাচার পালিয়ে গেছে তাদের দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আজ যদি আমারা তাদের মত আচরণ করি সেটা হবে দুঃখজনক। নেতা কর্মীদের প্রতিটি জনগণের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।