জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ’র নির্দেশে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এস আই ইসমাইল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই- লম্বাহাটির আব্দুল হকের ছেলে ছেলে মোঃ দিলদার হোসেন (৩২), ইকড়ছই গ্রামের মৃত গোলাব আলীর শেখ ইলিয়াছ আলী (৪৮)। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট- যাহার মূল্য অনুমান ২৪ হাজার টাকা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৬শ ১০ টাকা উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।