আজ সকাল ১৮.০২.২০২৫ইং সুনামগঞ্জ এর জগন্নাথপুর বাজার মোবাইল তিনটি দোকান চুরি হয়েছে।অনেকগুলো মোবাইল চুরি সহ প্রায় অর্ধ কোটি টাকা চুরি হয়েছে বলে যানা গেছে।সিসি টিভির ফুটেজে চারজন চুরকে চুরি করতে দেখা যায়,তবে চুরের চেহারা স্পষ্ট দেখা যায়নি,সবার মাস্ক পরা ছিল,তার মধ্যে একজন লোকের চেহারা কিছুটা দেখা যাচ্ছিল,ফুটেজ সংগ্রহকারীরা তার থেকে সেই একজনের ছবি সংগ্রহ করে গনমাধ্যমে শেয়ার করেছে।