গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জনবল সংকটে বন্ধো আছে সেবা প্রদান কার্যক্রম। এখানে সরাসরি আইন অনুযায়ী একজন মেডিকেল অফিসার ও ফার্মাসিস্ট সহ উপ সহকারী মেডিকেল অফিসার,এফপিআই,আয়া, নৈশ প্রহরী থাকার কথা। কিন্তু বাস্তবে এই পদের জন্য কোন লোক নেই। এই হাসপাতালে পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। হাসপাতালের জরাজীর্ণ অবস্থা দেখলে মনে হয় এটা একটা গোয়াল ঘর। হাসপাতালের দায়িত্বরত এফপিআই জনাব সাইমুমের সাথে যোগাযোগ করলে তিনি জানান। তাদেরকে সরকার সামান্য কিছু ঔষধ দেয় যা দিয়ে কোনো রকম সেবা প্রদান করে যাচ্ছেন।তাও কয়েক মাস আগে বন্ধো ছিল। হাসপাতালের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন আমাদের এখানে কোন আয়া ও নৈশ প্রহরী নেই,তাই আমারা যখন এখানে মাসিক মিটিং করার জন্য আসি তখন আমারা যতটুকু সম্ভব পরিস্কার করে নি। স্থানীয় জনগণের কাছে জিজ্ঞাসা করে জানা গেছে এই হাসপাতালে এখন গরু ছাগলের আবাস স্থল হয়েছে। এখানে মানুষের কোন চিকিৎসা প্রদান করা হয় না। সরকারের কাছে দাবি এই ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল নিয়োগ দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা হয়।