বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে সে দেশের জনসংখ্যা আশির্বাদ।কিন্তু অনুন্নত দেশে সে দেশের জনসংখ্যা অভিশাপ। তিনি বাংলাদেশের জনসংখ্যাকে অভিশাপ নয় আশির্বাদে পরিনত করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।জনসংখ্যাকে মানব সম্পদে রুপান্তরিত করতে হবে। উপজেলা পরিবার পরিকলরপনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ ব্রজ গোপাল মোদক।পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ শরিফুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার এম সি এইচ ডাঁ উম্মে হানি। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তযোদ্ধা নুরুল হক ভুঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন – অর রশিদ ফারকী,কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেসক্লাব সম্পাদক আব্দুল হাই সেলিম,আশরাফুল ইসলাম নান্টু প্রমুখ।ভলো কাজের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা দেয়া হয়।