মাইনুল ইসলাম পারভেজ একজন ক্ষুদ্র উদ্যোক্তা। সে আক্তারুজ্জামান খোকনের কাছ থেকে ২০২১ সালে ৩ বছর মেয়াদে জমি ইজরা নেয়। ৩ বছরে জমির সব টাকা পরিষদ করে দেওয়ার পর ২০২৪-২০২৮ সাল পর্যন্ত আবার জমি ইজরা নেন পারভেজ। পারভেজের ফলন ভালো হওয়ায় জমির মালিক ঈর্ষান্বিত হন।বিভিন্ন ভাবে টাকা আদায় করার চেষ্টা করে। পারভেজ দিতে রাজি না হলে খোকন তাকে তার আস্তানায় নিয়ে একটি রুমে বন্দি রাখে এবং ২০২৪-২০২৬ ২ বছর মেয়াদি চুক্তি করে নেয়।হঠাৎ করেই পারভেজ কে না জানিয়ে তার বাগান নষ্ট করে দেয়। এতে তার যেমন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ভেঙ্গে যায় তেমনি তার প্রচুর আর্থিক লোকষান হয়। যার ফলে এলাকাবাসি মানব বন্ধন করে। তার বড় ভাই বলেন পারভেজ একজন সফল উদ্যোক্তা ছিলেন তার বাগানে প্রচুর ফলন হয়তো পারভেজ এই বানান থেকে ২৫-৩০ লক্ষ টাকা বছরে আয় করতেন।বাগান মালিক হিংসার কারনে বাগান নাষ্ট করে দেন।তিনি আরও বলেন ডিসি স্যার যেন পারভেজের ক্ষতি পুরণআদায় ও উদ্যোক্তা হওয়ার জন্য সহতা করেন এবং এর সুষ্ঠু বিচার করেন। পারভেজ বলেন আমি আরতে ব্যবসা করি খোকন সেখানেও আমাকে না ভাবে হে নাস্তা করে। আমার বাগানে প্রচুর ফলান হত। আমার বাগান দেখতে কৃষি কর্মকর্তারা আসতেন।আমি এর বিচার চাই এবং আমাকে ঘুরে দাড়ানোর জন্য যেন সহায়তা করাহয়। এলাকা বাসীরা বলেন এভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্ন নষ্ট হলে উদ্যোক্তা হওয়ার আগ্রহ হারাবে নতুন উদ্যোক্তারা।।