জয়পুরহাটে সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক (ডিসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিক সাক্ষাতে জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাটের অবকাঠামো উন্নয়ন, নাগরিক ভোগান্তি নিরসন, জনকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ, প্রশাসন–জনসম্পৃক্ততা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি সেবাদান আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব হবে।
জেলা প্রশাসক প্রতিনিধি দলের আন্তরিকতার প্রশংসা জানিয়ে বলেন, “জয়পুরহাটের অগ্রগতি ও কল্যাণে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো।” তিনি উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে প্রশাসন–সামাজিক সংগঠনগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হামিদ বাবু, সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদসহ জেলা গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের হাতে স্মারক ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন নেতা-কর্মীরা। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও ইতিবাচক আলোচনায় পরিপূর্ণ।