জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নের মুগড় চন্ডিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন।
সোমবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ওই গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম বুলু পিতাঃ মৃত মোজাম প্রধান ,বাড়ীর খলার নিজ সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে মোঃ রনি (পিতা মোঃ শহিদুল ইসলাম) ও আবুল কাশেম মন্টু (পিতা মোঃ কোরমান আলী) তাদের সহযোগীদের নিয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম তাঁর স্ত্রী এবং সাইফুল ইসলামের ভাইয়ের বউএর ওপর হামলা চালায়।
এ সময় সাইফুল ইসলাম বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে সাইফুল ইসলাম থানায় গিয়ে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে পাঁচবি থানার ও ভারপ্রাপ্ত ওসি বলেন আমরা একটি লিখিত এজাহার পেয়েছি বিষয়টি তদন্ত সহকারে আমলে নেওয়া হবে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।