জয়পুরহাটের কালাই উপজেলায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে কালাই উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বহুতি গ্রামের গাজিউল ইসলাম (৪৬) ও একই এলাকার জাবেদুর ইসলাম (৩৬)।
ডিবি পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে এসব ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।