সারাদেশের মত জয়পুরহাটে বেসরকারি শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে আজ ৩য় দিনের মত কর্মবিরতি পালিত হচ্ছে।
আজ ১৪ অক্টোবর জয়পুরহাট তা’লীমুল ইসলাম একাডেমি এন্ড কলেজে গিয়ে দেখা যায় শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট বেসরকারি কলেজ শাখার সেক্রেটারি ও তা’লীমুল ইসলাম একাডেমি এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক (আরবী) জনাব মো: শাহজাহান আলী বলেন, এমপিও ভুক্ত শিক্ষকদের নুন্যতম ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে সারাদেশে কর্মবিরতি চলছে। আমরাও এর সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস বর্জন করেছি। আমরা সরকারের সামর্থ্য অনুসারে নুন্যতম ২০% বাড়ি ভাড়া দাবী করেছি। সারাদেশের শিক্ষকদের ৯৫% শিক্ষক, বেসরকারি এমপিও ভুক্ত তারা আজ বৈষম্যের শিকার। সারাদেশের কোথাও ১০০০ টাকায় বাসা ভাড়া পাওয়া যায় না। অথচ আমাদের বাড়িভাড়া বাবদ ১০০০ টাকা দেয়া হয়।
এ প্রসঙ্গে তা’লীমুল ইসলাম একাডেমি এন্ড কলেজের মো: মাসুদ আলম সাগর বলেন, আমাদের দাবী গুলো যৌক্তিক দাবী। এর আগে সরকার এ গুলোকে যৌক্তিক বলেছেন কিন্তু দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি।
বর্তমান বাজার মূল্যের সাথে ১০০০ টাকায় বাড়িভাড়া এটা হাস্যকর বলে উল্লেখ করে একজন অভিভাবক বলেন, একজন শিক্ষক যদি তার পরিবারের সদস্যদের চিকিৎসা, বাড়িভাড়া এই সব সমস্যা নিয়ে ক্লাসে আসে তবে তিনি কি তার শতভাগ দিতে পারবেন। বছরের এই সময় শিক্ষকদের ক্লাস বর্জন সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।