নীলফামারীর জলঢাকায় গত ৪/৪/২৫ খ্রিস্টাব্দ শুক্রবার সকালে জলঢাকা পৌরসভার ৪ নং ওয়াড বগুলাগাড়ী চৌধুরী পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ভূক্তভোগী
বলেন আমার বাড়ীতে এসে কুরাল দিয়ে দরজা জানালা লোহার গেটে চোট দেয় সেই সাথে হামলা,ভাংচুর ও ফলজ দুটো আম গাছের মাথা কেটে দেয়। স্বাধীন চৌধুরী ও সাফিন চৌধুরী গং। এজাহার সূত্রে জানা যায় রঞ্জু আহমেদ চৌধুরীর সাথে জমি-জমা সংক্রান্তের জের ধরে শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় স্বাধীন চৌধুরী গং অস্ত্রে -সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এব্যাপারে রঞ্জু চৌধুরী বাদী হয়ে জলঢাকা থানায় একটি অভিযোগ দায়ের করেছন।